আশুলিয়ার পাথালিয়া আমগাছিয়ার বিশিষ্ট ব্যবসায়ী সাহাজউদ্দিন মহাজনের বাসায় আজ রাত তিন ঘটিকার সময় ডাকাতির ঘটনা ঘটে।।
তথ্য চিত্রে, মাসুদ রানা।।
আশুলিয়ার নয়ারহাট আমগাছিয়া এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী সাহাজ উদ্দিন মহাজনের বাসায় আজ রাত ৩ ঘটিকার সময় লোহমর্ষক ডাকাতির ঘটনা ঘটেছে।
উক্ত ডাকাত দল ৩ঘটিকার সময় ৫ থেকে ৬ জন বাড়ির পিছন দিয়ে জানালার গ্রিল কেটে ঘরের ভিতর প্রবেশ করেন। ঘরের ভেতর ঘুমে আচ্ছন্ন থাকা সাহাজ উদ্দিন দম্পতি সহ তাদেরকে বেধে ৮ লক্ষ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার সহ ঘরের দামি দামি জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।
তারপর সাহাজউদ্দিন মহাজন এবং তার দম্পতি ডাক চিৎকার করিলে আশেপাশের লোকজন এসে ঘটনাস্থলে প্রবেশ করেন এবং তাদের উদ্ধার করেন।
সকাল 8 ঘটিকার সময় আশুলিয়া থানার উপ পরিদর্শক এস আই মাহমুদুল হাসান তদন্ত করেন এবং ডাকাতদের ধরার বিষয়ে আশ্বস্ত করেন এলাকাবাসীকে। এ বিষয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হবে বলে আমাদের উল্লেখ করেন সাহাজউদ্দিন মহাজন।।