আশুলিয়ার পাথালিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে এক বিশাল বিজয় র্যালি অনুষ্ঠিত হয়।
তথ্য, ও ভিডিও চিত্রে, আশুলিয়া প্রতিনিধি। মাসুদ রানা
পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সুবহানের নেতৃত্বে বিজয় র্যালির অনুষ্ঠানে হাজার হাজার লোকের সমাগম ঘটে।
বিজয় রেলি অনুষ্ঠানটি নয়ারহাট বাস স্ট্যান্ড থেকে মির্জা গোলাম হাফিজ স্কুল এন্ড কলেজ পর্যন্ত গিয়ে পরিসমাপ্তি হয়।
উক্ত বিজয় রেলির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার ও আশুলিয়ার সাবেক এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ও পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।