অ্যাডভোকেট মাশরাকুল ইসলাম ইমনকে মিথ্যা ও ভিত্তিহীন, ছাত্র হত্যা মামলায় গ্রেফতার।
আশুলিয়া, নিজস্ব প্রতিবেদক
এডভোকেট মাশরাকুল ইসলাম ইমন গনবিশ্ববিদ্যালয় পড়াশোনা করতেন। পড়াশোনা অবস্থায় গন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। কিন্তু কখনো ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত তেমনটি ছিল না। কখনো কোন অন্যায় অবিচার কাজের সাথে জড়াইনি।
খোঁজ খবর নিয়ে জানা যায়, মাশরাকুল ইসলাম ইমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-ছাত্রীদের সব সময় খোঁজখবর নিতেন
শুধু তাই নয় গণঅভ্যুত্থানের সময় মাশরাকুল ইসলামী ইমন সশরীরে কখনো কোন ছাত্র-ছাত্রীদের আন্দোলনের বিরোধিতা করেনি। সব সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন।
কিন্তু গতকাল রাত আটটার সময় মাশরাফুল ইসলাম ইমনকে পূর্ব ধনিয়া নয়ারহাট পালপাড়া থেকে র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানা হেফাজতেপ্রেরণ করেন। আশুলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকতা হান্নান হোসেন বলেন মাশরাকুল ইসলামী ইমন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহ-সম্পাদক বিষয়ক পদে ছিলেন
শুধু তাই নয় ইমনের বিরুদ্ধে ছাত্র হত্যার একটি মামলা রয়েছে এ বিষয়ে র্যাব অভিযান চালিয়ে ইমনকে গ্রেফতার করে।
পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয় আজ বিকাল ২ ঘটিকার সময়।
কিন্তু ইমনের সাথে কথা বললে জানা যায়, বিগত তিন বছর যাবত গণস্বাস্থ্য প্রশাসনিক বিভাগে ইমন চাকরি করেন। এবং গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাশ করে আইনজীবী পেশায় নিজেকে নিয়োজিত রাখেন।
ইমন বলেন আমার বিরুদ্ধে আনীত ছাত্র হত্যার মামলাটি মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন।
আমি কোনক্রমে গণঅভুত্থানের আন্দোলনের সময় সক্রিয় ছিলাম না। আমি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম শুধু নামমাত্র। কোন কর্মকান্ডের সাথে জড়িত ছিলাম না আমি এর সুষ্ঠু বিচার এবং তদন্ত চাই।।