আশুলিয়ার শ্রীপুরে শ্রমিক ছাত্র জনতা নিহত শহীদদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পক্ষ থেকে এক বিশাল ঐতিহাসিক মহা-সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত।
তথ্য ও ভিডিও চিত্রে, মাসুদ রানা।
আশুলিয়ার শ্রীপুরে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে ও শহীদ পরিবারদের জাতীয়তাবাদী দল বিএনপি’র পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ও আর্থিক অনুদান কর্মসূচি পালন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাভার ও আশুলিয়ার সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সাবেক বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আমানুল্লাহ আমান। গয়েশ্বর চন্দ্র রায়, সুলতানা আহাম্মেদ, আলহাজ্ব তমিজউদ্দিন, শামসুল ইসলাম, মোঃ কফিল উদ্দিন, আব্দুল গফুর মিয়া, সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দরা।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। সাধারণ সম্পাদক আইয়ুব খান।
ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সভাপতি তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল সহ গণঅভ্যুত্থানের সহিত পরিবারের সদস্যবৃন্দ।
গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ভার্চুয়াল বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সাভার, আশুলিয়া, ধামরাই এর স্থানীয় নেতৃবৃন্দ।