সাভার উপজেলায় এক লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচি ও বিতরণ অনুষ্ঠান পাথালিয়া ইউনিয়নের ঘুঘু দিয়া হাই স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত।
তথ্য ভিডিও চিত্রে, আশুলিয়া প্রতিনিধি, মাসুদ রানা।
আজ পাথালিয়া ইউনিয়ন ঘুঘুদিয়া হাই স্কুল মাঠ প্রাঙ্গণে সাভার উপজেলা কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক এবং পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জহিরসহ-ঘুঘু দিয়া হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুল আলম আকাশ সহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই কর্মসূচিতে পাথালিয়া ইউনিয়নের হাজার হাজার লোক অংশগ্রহণ করে ও তাদের মধ্যে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করেন।
উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিক তিনি বলেন এক লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি সাভার উপজেলায় সব কয়টি ইউনিয়নে সমান ভাগে বিতরণ করা হবে। দেশ এবং পরিবেশগত বিষয়কে প্রাধান্য দিয়ে সুন্দর সুস্থ সমাজ গঠনের জন্য এই বৃক্ষরোপণ কর্মসূচি সরকার উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির বিশেষ বক্তব্যসহ এলাকাবাসীর প্রতি চারা রোপনের আহ্বান জানান।
আশুলিয়া প্রতিনিধি মাসুদ রানা।